চন্দনাইশে আগুনে ১৭ বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি

চট্টগ্রামে, বোয়ালখালীতে,অগ্নিকাণ্ডে,বসতঘর, আগুনে পুড়ে ছাঁই

খাসখবর গ্রাম গঞ্জ ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকলের গাজীবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে সংঘঠিত এ অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে ১৭টি বসতঘর।

thai foods

এতে নগদ টাকা, আসবাবপত্র, বাড়ির তৈজসপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে জানায় ফায়ার সার্ভিস।

চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম খাঁন জানান, চন্দনাইশ উপজেলার বরকল এলাকার একটি বাড়িতে শনিবার মধ্যরাতে আগুন লাগার খবর পাই।

দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা নিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনী। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মুজিবুর রহমান, লবিস খাতুন, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ মনসুর, কুনছুম আকতার ও আবু বক্করের মালিকানাধীন ১৭টি বসতঘর আগুনে পুড়ে যায়।

এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং পরিপূর্ণভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানানো হবে বললেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

খখ/প্রিন্স 

আগেস্কুল শিক্ষার্থীকে জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে কারাগারে ২ ধর্ষক
পরেবোরকা পরে চুরিতে শতক হাঁকিয়েছেন গর্ভবতী রাবেয়া