দেশের করোনা ইহিতাসে শনাক্তের রেকর্ড, একদিনে মৃত্যু ৪৫

করোনা আক্রান্ত দেশে শনাক্ত বাড়ছে ভাইরাস মহামারি

খাসখবর মহামারী ডেস্ক : দেশের ইতিহাসে একবছর পেরিয়ে এসেও করোনা সংক্রমণ শনাক্তের নতুন রেকর্ড তৈরি হলো। গত ২৪ ঘণ্টাতেই দেশে পাঁচ হাজার ১৮১ জনের করোনা সংক্রমণ শনাক্তই এখন পর্যন্ত একদিনে সর্ব্বোচ্চ।

thai foods

সোমবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে করোনায় শনাক্তের রেকর্ড গড়ার তথ্যটি।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। গত ৭ মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মৃত্যু। মারা যাওয়াদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৫ জন নারী।

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হওয়ার একবছর ২০ দিন পর, সুনির্দিষ্টভাবে বললে ৩৮৭ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা ছয় লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ৯ হাজার ছুঁই ছুঁই।

সোমবার (২৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে জানা যায়, নতুন করে ৫ হাজার ১৮১ জনসহ দেশে এনিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাড়াল ৬ লাখ ৮৯৫ জন।

২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন হয়েছে।

খখ/প্রিন্স

আগেকাজির দেউড়িতে রণক্ষেত্র, বিএনপি-পুলিশ সংঘর্ষ-আটক ১৫
পরেহাসপাতাল থেকে আটক হলেন নগর বিএনপির আহ্বায়ক ডা.শাহাদাত