খাসখবর মহামারী ডেস্ক : সরাদেশেই পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত, মৃত্যু এবং শনাক্তের হার। দেশের মধ্যেই টানা তিন দিন ধরে যেন শনাক্তের রেকর্ড ভাঙ্গার প্রতিযোগীতা শুরু হয়েছে।
কেবল সংক্রমণ নয় গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষাতেও নতুন রেকর্ড হয়েছে। ফেব্রুয়ারিতে দেশে সংক্রমণের হার কমলেও মার্চের এসে সেটি বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় ২ এপ্রিল দেশে ২৯ হাজার ৩৩৯টি নমুনা পরীক্ষা করা হয়।
সারাদেশে একদিনে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের আগের দিনের রেকর্ড ভেঙ্গে ফের নতুন রেকর্ড নথিভুক্ত হয়েছে স্বাস্থ্য অধিদফতরের কোভিড ইউনিটে।
গত ২৪ ঘন্টায় দেশে ৬ হাজার ৮৩০ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। যা দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর থেকেই এখন পর্যন্ত সর্ব্বোচ্চ। তাছাড়া করোনা নমুনা পরীক্ষার অনুপাতে ২৩ দশমিক ২৮ শতাংশ। এর আগে দেশে ২৩ শতাংশের বেশি সংক্রমণ পাওয়া যায় ৯ আগস্ট (২৩ দশমিক ১১৬ শতাংশ)।
শুক্রবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কোভিড ইউনিটের পরিচালন ডা. মো. ইউনুসের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়. গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ২২৬টি আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে মোট নমুনা সংগ্রহ করা হয় ৩০ হাজার ২৯৩টি। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৩৩৯টি। একদিনে এর আগে এত বেশি নমুনা কোনোদিন পরীক্ষা করা হয়নি।
এতে বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ ৬ হাজার ৮৩০ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। এর আগে গতকাল বৃহস্পতিবারই (১ এপ্রিল) দেশে ৬ হাজার ৪৬৯টি সংক্রমণ শনাক্ত হয়েছিল। দেশে একদিনে ছয় হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হলো এ নিয়ে এই দুই দিনই।
তাছাড়া এদিন ২৪ ঘন্টায় নতুন করে করোনায় মারা গেছে ৫০ জন। এনিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ৯ হাজার ১৫৫ জন। সংক্রমণ শনাক্তের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ৫০ জন মারা গেছেন, তাদের মধ্যে ৪০ জন পুরুষ, ১০ জন নারী। তাদের মধ্যে মাত্র একজন বাড়িতে মারা গেছেন। বাকি ৪৯ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এই ৫০ জনের মধ্যে ৩২ জনের বয়স ষাটোর্ধ্ব, ১১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। এছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী চার জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী দুই জন ও ২১ থেকে ৩০ ব্ছর বয়সী একজন মারা গেছেন।
বিভাগ অনুযায়ী মৃত ৫০ জনের মধ্যে ৩৬ জনই ঢাকা বিভাগের, সাত জন চট্টগ্রাম বিভাগের। এছাড়া খুলনা বিভাগে তিন জন এবং রাজশাহী ও সিলেট বিভাগে দুই জন করে মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪৭৩ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৬৪ শতাংশ।
খখ/প্রিন্স