বাকলিয়া থানার অভিযান: জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়ি আটক

খাসখবর চট্টগ্রাম ডেস্ক::চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জন জুয়াড়িকে আটক করেছে।

thai foods

আজ ৪ ফেব্রুয়ারি কালামিয়া বাজারের পশ্চিম পাশে জাকির মিয়ার কলোনীর ২নং রুম থেকে তাদের আটক করা হয়।

আটকেকৃতরা হলো, মোঃ শফিউল আলম (২৭), সহিদুল ইসলাম (৩৭), মোঃ বোরহান উদ্দিন (২৫), আলমগীর (৩২), মোঃ বেলাল (২৬), আবুল মনজুর (৪৫)।

এবিষয়ে বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ ওসি মো আফতাব হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে টিম বাকলিয়া অভিযান চালিয়ে নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জন জুয়াড়িকে আটক করে। তাদেরকে যথাযথ আইনী আদালতে সোপর্দ করা হয়েছে।

খখ/মো মি

আগে“বন্দর এলাকার নিরাপত্তার জন্য সিএমপির সঙ্গে নৌ-পুলিশ কাজ করবে”-আইজিপি
পরেখাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আরিফুল আমিন