দিদির হয়ে প্রচারে নামলেন জয়া বচ্চন!

জয়া বচ্চন, মমতা,বিজেপি,তৃণমূল কংগ্রেস, প্রচারে

খাসখবর বিনোদন ডেস্ক : বিজেপিকে টেক্বা দিতে ভোটের প্রচারে অমিতাভ বচ্চনের সহধর্মিণী জয়া বচ্চনকে মাঠে নামিয়েছে তৃনমুল কংগ্রেস।

thai foods

এদিকে বিজেপির হয়ে রাজ্য চষে বেড়াচ্ছেন বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী। পুরো রাজ্য জুড়ে প্রচার চালাচ্ছেন ‘মহাগুরু’।

তাকে দেখতে এবং তাঁর কথা শুনতে সর্বত্রই উপচে পড়ছে ভিড়। ভোটের মাঠে এবার ভিড় টানতে পাল্টা দিল তৃণমূল কংগ্রেস।

মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারের জন্য রোববার (৪ এপ্রিল) রাতে রাজ্যে এলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের পত্নী জয়া বচ্চন। বলিউড অভিনেত্রী এশহরে থাকবেন ৮ এপ্রিল পর্যন্ত।

সোমবার(৫ এপ্রিল) বিকেলে টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের হয়ে রোড শো করবেন জয়া। তার আগে তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকও করবেন তিনি।

এই কেন্দ্রেই আবার বিজেপির তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়।

এদিন সন্ধ্যায় জয়া বচ্চন শহরে নামতেই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তৃণমূল সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন এবং চন্দ্রিমা ভট্টাচার্য। বিমানবন্দর থেকে বেরোতেই শঙ্খ ও উলুধ্বনিতে বরণ করে নেওয়া হয় জয়াকে।

মুলত, একুশের বিধানসভা ভোটে তৃণমূলকে সমর্থনের কথা জানিয়েছেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। ওই দলের নেত্রী আবার জয়া বচ্চন। সেই সমর্থনের কারণে তৃণমূলের প্রচারে অংশ নিতে এলেন নেত্রী জয়া বচ্চন।

রাজনৈতিক মহলের মতে, প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল শিবির। তাই মিঠুনের বিপরীতে আর এক বলিউড স্টারকেই বেছে নিয়েছে মমতা বন্দোপাধ্যায়ের দল।

খখ/মো মি

আগেলকডাউনেও বাধা নেই বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে
পরেবিজিএমইএ’র নতুন সভাপতি হচ্ছেন ফারুক হাসান!