পটিয়ায় বাজারের ব্যাগে মিলল ৩শ রাউন্ড কার্তুজ

পটিয়া,বাড়িতে, বাজারের ব্যাগে,কার্তুজ

খাসখবর পটিয়া ডেস্ক : চট্টগ্রামের পটিয়া উপজেলার এক বাড়িতে অভিযান চালিয়ে বাজারের ব্যাগে রাখা ৩শ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে থানা পুলিশ।

thai foods

সোমবার মধ্যরাত আড়াইটার সময় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নের উজিরপুর এলাকায় জসীম উদ্দিন নামে এক ব্যক্তির বাড়ি থেকে কার্তুজগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে মাদক পাচারসহ বিভিন্ন মামলার আসামী মাইকেল জসিমের বাড়িতে অভিযানে যায় পুলিশ। এসময় অভিযানের খবর আগে থেকে টের পেয়ে পালিয়ে যায় জসিম।

পরে তার বাড়িতে তল্লাশী করা হলে একটি বাজারের ব্যাগে রক্ষিত ৩শ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।

তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ মাহমুদ ভূঁইয়া। তিনি বলেন, এত পরিমাণ কার্তুজ সে বাড়িতে কেন রেখেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। মাদকের পাশাপাশি অস্ত্র পাচার কিংবা ব্যবসার সাথে জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

কার্তুজ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে বলে তিনি জানায়।

খখ/প্রিন্স

আগেঅবশেষে পদত্যাগ করলেন হেফাজতের নায়েবে আমির আব্দুল্লাহ মো. হাসান!
পরে১৭০ বছর পর একজন নারী হচ্ছেন রয়টার্সে প্রধান সম্পাদক