‘ঠোঁটে ঠোঁট রেখেছিল আমির, আজও ভুলতে পারিনি’-কারিশমা

কারিশমা কাপুর,আমির খান,ঠোঁটে ঠোঁট,চুমু

হঠাৎই ভাইরাল হলো কারিশমা কাপুরের একটি পুরোনো সাক্ষাৎকার৷ যেখানে কারিশমা কাপুর খুল্লামখুল্লা বললেন আমিরের সঙ্গে তাঁর চুমুর দৃশ্যের শুটিংয়ের কথা৷ অভিনেত্রীর কথায়, সে এক গোল্ডেন মোমেন্ট।

খাসখবর বিনোদন ডেস্ক : কারিশমা কাপুর৷ এক সময়ে বলিউডের ডাকসাইটে অভিনেত্রী৷ বক্স অফিস ছিল তাঁর হাতের মুঠোয়৷ কিন্তু দেখুন কী কাণ্ড৷

thai foods

সব সফলতা হাতের মুঠোয় নিয়ে বলিউড থেকে একেবারে গায়েব! সিনেমার পার্টি, সেলিব্রিটিদের বার্থডে পার্টি, বিয়েতে অবশ্য দেখা যায় তাঁকে৷

তবে সিনেমার পর্দায় কামব্যাক তো করছেনই না ৷ সম্প্রতি অবশ্য তাঁকে দেখা গিয়েছিল এক ওয়েব সিরিজে৷ সে যাই হোক৷ তবে এবারের গল্পটা একেবারেই অন্যরকম৷

হঠাৎ করেই ভাইরাল হয়েছে কারিশমা কাপুরের একটি পুরনো সাক্ষাৎকার৷ যেখানে একেবারে বিস্ফোরক মন্তব্য করে বসেন অভিনেত্রী৷ আর সঙ্গে সঙ্গেই তা খবরের শিরোনামে৷ আর শিরোনাম হবে নাই বা কেন? তাঁর মন্তব্যের সঙ্গে তো জড়িত আমির খান!

গল্পটা একটু খুলে বলা যাক৷ কারিশমা কাপুর একটি ওয়েবসাইটকে সাক্ষাৎকার দিয়েছিলেন৷ যেখানে কথায় কথায় উঠে এসেছিল আমিরের সঙ্গে ‘রাজা হিন্দুস্থানি’ ছবির কথা৷ আর সে কথা উঠতেই কারিশমা প্রথমেই বললেন, আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য!

কারিশমা স্পষ্ট জানান, ‘রাজা হিন্দুস্থানি ছবিতে চুমুর দৃশ্যের জন্য খুব খাটতে হয়েছিল৷’ কারিশমা আরও জানিয়ে ছিলেন, ‘হঠাৎ করেই রানিক্ষেতের বৃষ্টি নামে৷ একদিকে বৃষ্টি আর একদিকে জমানো ঠান্ডা৷ আমি পাতলা একটা শাড়িতে৷ আমি আর আমির পুরো ভিজে গিয়েছিলাম৷

ওই সময়ই এক গাছের তলায় আমির আমার ঠোঁটে ঠোঁট রাখে৷ বহুবার রিটেক হয় দৃশ্য৷ খুব ক্লান্ত হয়েছিলাম৷ তবে সেই শুটিং আজও ভুলতে পারিনি৷’

কারিশমা হেসে ফেলে জানিয়েছিলেন, ‘পরে শুনলাম এই চুমুর দৃশ্য নাকি বলিউড সিনেমার সবচেয়ে দীর্ঘ চুমুর দৃশ্য!

খখ/মো মি

আগেশ্রীদেবী তনয়া জাহ্নবী কাপূরের রূপ রহস্য!
পরেফের এক সপ্তাহের লকডাউনের চিন্তা করছে সরকার–ওবায়দুল কাদের