জুমার নামাজের সময় হোটেলে মনোরঞ্জন-৮ নারীসহ আটক ১৬

হক টাওয়ার,পুলিশ, জুমার নামাজের,হোটেলে, মনোরঞ্জন,নারীসহ, আটক,

খাসখবর চট্টগ্রাম ডেস্ক : বেশ কিছুদিন ধরে করোনা সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে চট্টগ্রামে ব্যস্ত রয়েছে পুলিশ প্রশাসন। আর এ সুযোগ কাজে লাগিয়ে হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকে কপোত-কপোতীরা।

thai foods

আজ শুক্রবার জুমার নামাজের সময় চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা পুলিশের কানে খবর আসে দেওয়ানহাট এলাকার একটি আবাসিক হোটেলে মনোরঞ্জনের জন্য কিছু কপোত-কপোতী অবস্থান করছে।

খবর পেয়ে দুপুর দেড়টার সময় দেওয়ানহাট ফায়ার সার্ভিসের বিপরীতে হক টাউয়ারে অভিযানে যায় থানা পুলিশের একটি টিম। এসময় হোটেলের দুই কর্মচারীসহ হাতে নাতে ১৪ জন কপোত-কপোতীকে আটক করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন। তিনি বলেন, লকডাউন চলাকালে বেশ কয়েকজন যুবক-যুবতী আবাসিক হোটেলে অবস্থান নিয়ে অসামাজিক কাজে লিপ্ত রয়েছে এমন একটি তথ্য আসে শুক্রবার জুমার নামাজের সময়।

তথ্য পেয়ে সাথে সাথে অভিযান চালানো হয়। এসময় দেওয়ানহাটের হক টাওয়ার থেকে ৮ জন নারী,৬ জন পুরুষ ও হোটেলটির দুই কর্মচারীসহ মোট ১৬ জনকে আটক করা হয়।

অসামাজিক কার্যকলাপের লিপ্ত থাকার অপরাধে তাদের আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, আটককৃতদের আগামীকাল শনিবার আদালতে হাজির করা হবে।

খখ/প্রিন্স

আগেকক্সবাজার সৈকতে ভেসে এলো বিশাল আকৃতির তিমি!
পরেহালিশহরে গৃহবধূর আত্মহত্যা