চট্টগ্রামে দুপক্ষের মারামারিতে আহত ২,আটক ১

আগ্রাবাদ,পুলিশ,ছিুরিকাঘাতে,যুবক,আহত,মারামারি

খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ডেবাড়পাড় এলাকায় দুই পক্ষের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

thai foods

আজ শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম ছুটে যায়। পুলিশ দেখে মারামারিতে ব্যস্ত সকলে সটকে পড়ে। তবে ঘটনাস্থল থেকে ছুরিকাঘাতে আহত একজনসহ দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এর মধ্যে আব্দুল মান্নান নামে ছুরিকাঘাতে আহত এক যুবককে পুলিশের তত্ত্বাবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাছাড়া একই ঘটনায় অপর এক আহত যুবক মাহাবুবকে স্থানীয় মা ও শিশু হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মসসীন জানায়, আব্দুল মান্নানের বাবাকে রাজাকার ডাকায় কয়েকজন যুবকের সাথে কথাকাটাকাটি হয় মান্নানের সাথে। এক পর্যায়ে তা মারামারিতে রুপ নেয়।

এসময় অপর পক্ষের একজনের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় মান্নান। একই ঘটনায় আরো একজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনাস্থলে গিয়ে ছুরিকাঘাতে আহত মান্নানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য আকবর নামে একজনকে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খখ/প্রিন্স

আগেনাবালিকা মেয়ের অশ্লীল ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল অতঃপর র‌্যাবের জালে শিক্ষক
পরেহেফাজতের ঢাকা মহানগরের নায়েবে আমির গ্রেফতার