রাজধানীতে হোটেল থেকে ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষ আটক

ক্যাসিনো সরঞ্জাম রাজধানী উত্তরায় শ্রমিক লীগ নেতা আটক র‌্যাব

খাসখবর রাজধানী ডেস্ক : রাজধানীর উত্তরায় একটি হোটেলে অভিযান চালিয়ে নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

thai foods

রবিবার রাতে উত্তরার ১০নং সেক্টর রানাভোলা এভিনিউ সড়কের ২২১ নং হাউসের, ২৩/২৪ নং রোডসংলগ্ন ‘রিভার ওয়েভ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এসব সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

হোটিলটি উত্তরায় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি মাজেদ খানের জানিয়ে র‌্যাব থেকে জানানো হয় আটকদের মধ্যে পাঁচজন তরুণী এবং পুরুষ ২৬ জন রয়েছে। এর মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে।

খখ/প্রিন্স

আগেমিরসরাই হিন্দু বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় মামলা, রহস্য উদঘাটনে মরিয়া পুলিশ
পরেকাজির দেউড়িতে রণক্ষেত্র, বিএনপি-পুলিশ সংঘর্ষ-আটক ১৫